মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১২ কেজি গাঁজাসহ মো. কাউছার আহমেদ (২৮) ও মো. শফি মিয়া (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রোববার কটিয়াদী সদর বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সুন্দরপুর এলাকার মো. হোসাইন আহমেদের ছেলে মো. কাউছার আহমেদ (২৮) ও একই জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া এলাকার হারুন মিয়ার ছেলে মো. শফি মিয়া (২৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ মে) কটিয়াদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।