নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস (কোভিড ১৯) প্রাদুর্ভাবে জেলা পুলিশ, কিশোরগঞ্জ এঁর পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের মধ্যে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
আজ সোমবার (১৮ মে) বিকেলে নিজ কার্যালয়ের সামনে ঈদ উপলক্ষে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল , ডাল, আটা, আলু, পিঁয়াজ, সয়াবিন তেল, লবণ, সাবান, মাস্ক ইত্যাদি।
কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানান, ধৈর্য্য হারা হওয়ার কিছু নেই, আমরা আপনাদের পাশে আছি, থাকবো। তিনি আরো বলেন, নিজে ঘরে থাকুন, ভালো থাকুন। পাশের ঘরের মানুষকেও ভালো থাকতে বলুন, তাহলে আমরা এ দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।