সেশনজট সমস্যা, দীর্ঘ ৪ বছর পর প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষক সংকট ও প্যানেল প্রসঙ্গে কিছু কথা

1509

লেখাঃআরফান চৌধুরী আরাফঃ হাজারো প্রতিবন্ধকতা, সেশনজট পেরিয়ে কষ্টে অর্জিত সার্টিফিকেট দিয়ে কি হল? যদি নাই পারা যায় জীবিকার ব্যবস্থা করতে, কাঙ্খিত একটি চাকরির ব্যবস্থা করতে। সেশনজটে জর্জরিত হয়ে অনার্স মাস্টার্স শেষ করতে যেখানে ২৭,২৮ বছর পেরিয়ে যায় যেখানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স মাত্র ৩০ বছর। মাত্র ২ বছর বা তার চেয়ে কম সময়ে একজন নিজেকে প্রস্তুত করার কতটা সময় পায়? একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া থেকে শুরু করে পরীক্ষা, চূড়ান্ত নিয়োগ ফলাফল দিতে দিতে জীবন থেকে ২ বা তার চেয়ে বেশি সময় লেগে যায়। এই ২ বছরে কয়টি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা পাই? কেউ কেউ দু একটি পরীক্ষা দিতেই চাকরির বয়স শেষ হয়ে যায়।

আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে বড় হয়েছি, কোমলমতি শিশুদের দায়িত্ব নেওয়ার কথা ভেবেছি সেই স্বপ্নটা পূরণের নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন রকম রিট জটিলতার কারণে পেয়েছি দীর্ঘ ৪ বছর পর। এরই মধ্যে বেশির ভাগের চাকরির বয়স অতিক্রম করেছে। আর যাদের পরীক্ষা দেওয়ার সৌভাগ্য হয়েছে তাদের মধ্যে অনেকেরই এটি শেষ পরীক্ষা ছিল। ২৪ লাখ পরীক্ষার্থী যেটি ছিল প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ।

পরীক্ষাগুলোর সর্বোচ্চ। এত পরীক্ষার্থীদের মধ্যে আমরা ৫৫,০০০ ভাইভা দেওয়ার সুযোগ পাই। তার মধ্যে ১৮,০০০ চূড়ান্ত নিয়োগ পায়। সবচেয়ে মজার কথা হলো চূড়ান্ত নিয়োগধারীদের থেকে বাকি ৩৭০০০ নিয়োগ বঞ্চিতদের নম্বরের ব্যবধান ২ বা ১ নম্বরের। তাহলে ৩৭০০০ নিয়োগ বঞ্চিতরাও কি মেধাবী নয়? তাদের ও কি নিয়োগ লাভের অধিকার নেই? আর যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিতে বলাই ছিল শূন্যপদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে? দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে চরম শিক্ষক সংকট চলছে। শত শত প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ১ জন শিক্ষক দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার মান ও ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। তাই শিক্ষার মান ঠিক রাখতে প্যানেলে নিয়োগের কোনো বিকল্প নেই।

তাই মানবতার মা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট বিনীত আবেদন. প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দূর করতে, শিক্ষার মান ঠিক রাখতে ও এসডিজি সঠিকভাবে বাস্তবায়নের জন্য শূন্যপদ পূরনের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় সহকারী নিয়োগ পরীক্ষা ২০১৮ এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্যানেলে নিয়োগ দেওয়া হোক। এতে সেশনজট ও বিভিন্ন রকম রীট জটিলতায় যাদের বয়স শেষ তারা এই ক্ষতি কাটিয়ে উঠবে।

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮
আরফান চৌধুরী আরাফ
প্যানেল প্রত্যাশী

কিশোেগঞ্জ বার্তা/ এস এম রিফাত