করিমগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

195

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় রাস্তার পাশে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার কিশোরগঞ্জ-চামড়া সড়কের পাশে কিরাটন বিলপাড়া এলাকার ধানক্ষেত থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মাঝবয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, কিরাটন বিলপাড়া এলাকায় কিশোরগঞ্জ-চামড়া সড়কের পাশের ধানক্ষেতে কাদার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ঘনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও পিবিআই। প্রাথমিকভাবে পুলেশর ধারণা গলায় গামছা প্যাঁচিয়ে তাকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে ধানক্ষেতে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।