এম এ হান্নান পাকুন্দিয়া প্রতিনিধি : পাকুন্দিয়া উপজেলায় বঠতলা বেইলী ব্রীজে নিকট বিপরীতগামী মালবাহী ট্রাক চাপায় শাহ আলম ( 20 ) নামে মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক সড়ক দুঘটনায় মৃত্যু হয়েছে।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ড্রেনের ঘাট ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত শাহা আলম পার্শ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘোষের কান্দি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে ।
ঘটনার প্রত্যক্ষদর্শী বুরুদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল জানান, শাহ আলম এক সহপাঠীকে নিয়ে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বটতলা বাজার এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।
বাড়ির উদ্দেশ্যে ড্রেনের ঘাট ব্রিজ এলাকা অতিক্রম কালে বিপরীত দিক থেকে আসা নরসিংদী থেকে ময়মনসিংহ গামী চিনি ভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনা স্থলে শাহা আলমের মৃত্যু হয়। তার সহপাঠী পিছন থেকে আগেই পড়ে গিয়ে অক্ষত থাকে।
পাকুন্দিয়া আহুতিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে ।