হোসেনপুর বাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব শাহ্জাহান পারভেজ

217


ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী (সহ-সভাপতি) ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপুল সম্মানিত সদস্য হোসেনপুরের কৃতি সন্তান জননেতা জনাব আলহাজ্ব শাহ্জাহান পারভেজ হোসেনপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন “ঈদ মোবারক”
আলহাজ্ব শাহ্জাহান পারভেজ বলেন,ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ । ঈদের দিন আমরা প্রত্যেকে যে যার সাধ্যানুযায়ী সাজগোজ করে ঈদের ময়দানে হাজির হই দুই রাকাত নামাজ আদায়ের জন্য। এ নামাজ ছোট, বড় ,ধনি,গরীব কিংবা সুস্থ অসুস্থ সবাই আদায় করে থাকে। সাম্য, প্রীতি আর ভালোবাসার এমন নজীর আর কোথাও দেখা যায় না।সাম্য-মৈত্রীর এই অটুট বন্ধন এই নামাজের মধ্য দিয়ে শুরু হয় ঈদে দিনে । , ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব,সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। পবিত্র ঈদুল ফিতরে আমি সকলের আনন্দ ও কল্যাণ কামনা করছি।

কিশোরগঞ্জ বার্তা/ এস এম রিফাত