সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুরে অটো রিকশা ও নগদ অর্থ নিয়ে পালানোর অভিযোগ উঠেছে মো. উজ্জল মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে। সে উপজেলার উপজেলার মাধখলা গ্রামের মরহুম খুর্শিদ মিয়ার ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার একই গ্রামের আব্দুল কাদির ভূঞা তার পরিবার নিয়ে দীর্ঘদিন যাবৎ গাজীপুরের মাওনায় বসবাস করে আসছিলেন। তার ছেলে মোশারফ গাজীপুর মাওনায় ভাঙারির ব্যবসা করতো। অভিযুক্ত যুবক উজ্জল মিয়া মোশারফ ব্যাটারি চালিত অটো ভাড়া নিয়ে চালাতো। হঠাৎই সে অটো গাড়িটি ও ২৬৩০০ টাকা নিয়ে পালিয়ে যায়৷ এ ব্যাপারে অভিযুক্ত মোশারফের ভাইয়ের সাথে যোগাযোগ করলে অটো গাড়ি ও টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা দেন। কিন্তু পরে গ্রাম্য সালিশের মাধ্যমে ও বিষয়টি মিমাংসা করা যায় নি।
এ ঘটনায় কাদির ভূইয়া বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি জানান, আসামী উজ্জল আমার ছেলের অটোগাড়ি ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তিনি অটোগাড়ি ও টাকা ফেরত চান।