নান্দাইলে আব্দুস সামদ একাডেমির ৫৫তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

10

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির ৫৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মোঃ সুলতান আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইলের এমপি আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বুধবার (১লা মার্চ) সকাল ১০ ঘটিকায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে স্কুল স্কাউট দলের কুচকাওয়াজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করে। পরে ছাত্র-ছাত্রীরা আলাদা আলদা ইভেন্টে অংশগ্রহণ করেন। খেলা উপভোগ করতে মাঠের চারদিকে শতশত দর্শক উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ারুল আবেদীন খান তুহিন। এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, স্কুলের শিক্ষক স্টাফ্ সহ ম্যানিজিং কমিটির সকল সদস্য ও পাশ্ববর্তী প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সকাল ১০ টায় শুরু হয়ে কোনরূপ বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।